কৃষি আইন বাতিলের ঘোষণা দিলেন মোদি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২১, ১১:২৯ এএম

কৃষি আইন বাতিলের ঘোষণা দিলেন মোদি

কৃষকদের ব্যাপক বিক্ষোভের কারণে অবশেষে ভারতে বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বছর ধরে এসব বিতর্কিত আইনের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন কৃষকরা। আজ শুক্রবার (১৯ নভেম্বর) গুরু নানকের জন্মদিন উপলক্ষে দেওয়া এক ভাষণে এ কথা জানান নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘সরকারের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের ব্যাপারে কৃষকদের বোঝাতে পারিনি। এ সময় আন্দোলন ময়দান ছেড়ে কৃষকদের মাঠে ফেরার আহ্বান জানান তিনি।’

তিনি বলেন, এসব আইনের উদ্দেশ্য ছিলো সংস্কার। মূলত দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের জন্যই আইন করা হয়েছিলো বলে দাবি করেন তিনি। মোদি বলেন, ‘যা কিছুই করেছি তা কৃষকদের জন্যই। যা কিছুই করছি তা দেশের জন্য।’

বিতর্কিত তিনটি কৃষি আইন পাসের পর ২০২০ সালের নভেম্বর থেকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের হাজার হাজার কৃষক দিল্লির বাইরে তাঁবু খাটিয়ে বিক্ষোভ করে আসছে। এতদিন এসব আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন তারা।

উত্তর প্রদেশ ও পাঞ্জাবের মতো কয়েকটি বড় রাজ্যে আগামী বছরের নির্বাচনের কয়েক মাস আগেই এই ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণাকে ‘নির্বাচনী কৌশল’ হিসেবেও দেখছেন অনেকে। 

Link copied!