বোমা হামলায় বেলুচিস্তানে ৯ পুলিশ নিহত, আহত ১৩

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৩, ০৩:৩৩ পিএম

বোমা হামলায় বেলুচিস্তানে ৯ পুলিশ নিহত, আহত ১৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় অন্তত নয় পুলিশ নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। প্রাথমিক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটিকে আত্মঘাতী হামলা বলে মনে করছে পুলিশ।

সোমবার (৬ মার্চ) প্রদেশটির কাচ্চি জেলার বোলান উপত্যকায় এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতাল থেকে সিবির সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। 

দেশটির সংবাদমাধ্যম ডন ডটকমকে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে কাচ্চি পুলিশের এসএসপি মাহমুদ নোতেজাই জানান, কাচ্চি ও সিবি জেলার মধ্যবর্তী বোলানের কামব্রি সেতুর ওপরে পুলিশ ভ্যানের কাছে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক স্বাক্ষ্য প্রমাণে এটি আত্মঘাতী হামলা ছিল বলে ধারণা পাওয়া গেছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হবে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।

হতাহতরা সবাই বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) সদস্য। প্রাদেশিক পুলিশের এই বিভাগটি কারাগারসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকে।

হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে হামলার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেঞ্জো।

তিনি বলেন, ‘যারা এমন কাপুরুষোচিত হামলায় জড়িত তারা কখনোই তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে না। অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করে প্রদেশকে অগ্রসর হতে না দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণের সমর্থনে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।’

Link copied!