যুদ্ধবিরতির মধ্যেই মারিউপুলের একটি প্রসুতি হাসপাতালে রুশ হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ১১:২৫ পিএম

যুদ্ধবিরতির মধ্যেই মারিউপুলের একটি প্রসুতি হাসপাতালে রুশ হামলা

যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনের মারিউপুলের একটি হাসপাতালে বোমা ফেলেছে রুশ বাহিনী। হাসপাতালের একটি প্রসুতি ওয়ার্ড ও একটি শিশু ওয়ার্ড বোমায় ধ্বংস হয়ে গেছে। মারিউপুলের সিটি মেয়র বলেছেন, ক্ষতির পরিমাণ খুবই বেশি। এ হামলায় ১৭ জন আহত হয়েছে। যদিও একদিন আগেই ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে ১২ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলো রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “শিশুদের উপর, হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো চরম নিষ্ঠুরতার উদাহরণ। বিশ্ব আর কতদিন এই সন্ত্রাসীকে(রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) সহ্য করবে?” রুশ বিমান উড্ডয়ন বন্ধে ইউক্রেনে আবারো নো-ফ্লাই জোনের দাবি জানিয়েছেন জেলেনস্কি। তবে জেলেনস্কির এ প্রস্তাব প্রত্যাখান করেছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র।  

মূলত কিয়েভ,খারকিভ,সুমি,খারসান,চুহুভ, মারিউপুল- ব্যাপক যুদ্ধ চলছে- এমন ৬টি শহরের নাগরিকদের জন্য যুদ্ধ বিরতি দেওয়া হয়েছিলো। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি এবং এনারহোডার দিয়ে লোকজন সরে পড়ছে। তবে ইউক্রেন অভিযোগ করেছে, নতুন করে রুশ হামলার নিরাপদ স্থানে যেতে পারছেন না নাগরিকরা। রাশিয়ান সৈন্যদের হামলায় চেরনোবিলের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কিয়েভ। ২ সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনে রুশ হামলার পর দেশটি থেকে প্রায় ১৮ লাখের মত বেসামরিক নাগরিক পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

আরও পড়তে পারেন-

১২ ঘন্টার যুদ্ধবিরতিতে ইউক্রেন

Link copied!