হামাসের সাথে অস্ত্রবিরতি নয়, যুদ্ধ চলবে: নেতানিয়াহু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২১, ০৪:০৪ পিএম

হামাসের সাথে অস্ত্রবিরতি নয়, যুদ্ধ চলবে: নেতানিয়াহু

জাতিসংঘ,ইউররোপীয় ইউনিয়ন, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের(ওআইসি) অনুরোধ আহবান  উপেক্ষা করে জঙ্গি বিমান থেকে গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী।

এমতাবস্থায় ফিলিস্তিনে ইসরায়েল বাহিনীর হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির  খবরে  বলা হয়, বুধবার (১৯ মে) বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন। ফোনালাপে ফিলিস্তিনে বিমান হামলা ও সহিংসতা কমানোর বিষয়ে কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বিমান হামলা আরও জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন।

টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের নাগরিকদের উদ্দেশ্য করে ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আপনাদের শান্তি ও নিরাপিত্তা ফিরিয়ে আনতে এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি দৃঢ় সংকল্পবদ্ধ।’ টানা ৯দিনের বিমান হামলায় হাসাস বহুদিন পিছিয়ে গেল বলেও  মন্তব্য করেন নেতানিয়াহু।

বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রচেষ্টা আবারো হোচট খাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে হামাসের এক শীর্ষ কর্মকর্তা অচিরেই যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, হামাসের ওই কর্মকতা আসছে সপ্তাহের মধ্যেই ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত সাড়ে চারশত ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গাজায় ইসরায়েলি অভিযানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে জাতিসংঘের একটি ত্রাণ সংস্থা জানায়, ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে, বুধবারও (১৯ মে) বিমান হামলার পাশাপাশি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পশ্চিমতীর ও জেরুজালেমে গোলাগুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল  সেনাবাহিনী জানিয়েছে,গাজায়  এ পর্যন্ত  বিমান হামলায় হামাসের দেড় শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমান হামলায় বুধবার আরও ৯ জন নিহত হয়েছেন। এতে করে গত দশদিনে ইহুদি এই দেশটির হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২২৭ জনে।

Link copied!