ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত ৬৩২

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৩:২৭ পিএম

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত ৬৩২

নিরাপদে থাকতে বাসিন্দারা রাস্তায় অবস্থান করছেন। ছবি: বিবিসি

মরক্কোয় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬৩২ জনে পৌঁছেছে। আহত হয়েছে কমপক্ষে ৩২৯ জন।  শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিক ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। 

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভয়াবহ এ ভূমিকম্পে ভবন ধসে পড়ে ৬৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেচ শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে।

মারাকেচের বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, পুরোনো এই শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। রয়টার্সের খবরে জানা গেছে, স্থানীয় কর্মকর্তা বলেছেন, বেশির ভাগ প্রাণহানি পাহাড়ি এলাকায় হয়েছে।

Link copied!