১৭ দিন পর উদ্ধার হলো সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৩, ১০:৪১ পিএম

১৭ দিন পর উদ্ধার হলো সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিক

সুড়ঙ্গ থেকে বের হওয়া শ্রমিকদের আনন্দে জড়িয়ে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ছবি: এএনআই

১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের টানেল দুর্ঘটনায় আটকে পড়া সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, একে একে ৪১ জন শ্রমিককেই বের করে নিয়ে আসা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, ১৭ দিন পর টানেলে আটকে পড়া ৪১ শ্রমিক উদ্ধার হওয়ার মাধ্যমে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের বিজয় হয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকদের নিকটস্থ অস্থায়ী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারের পর শ্রমিকদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি ৪১টি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল। যাতে প্রয়োজনে শ্রমিকদের হৃষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

উদ্ধার পর্ব সুষ্ঠুভাবে সমাধার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘এই উদ্ধার পর্ব দেশের প্রত্যেক মানুষকে ভাবাবেগে তাড়িত করেছে। আটক থাকা বন্ধুদের বলতে চাই, আপনাদের ধৈর্য ও সাহস আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করেছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে তাঁরা পরিবারের সঙ্গে মিলিত হবেন, এটা প্রবল স্বস্তিদায়ক। এই কঠিন সময়ে তাঁদের পরিবার যে ধৈর্য ও সাহস দেখিয়েছে, তা অতুলনীয়।’

উল্লেখ্য, গত ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলে আটকে পড়েন শ্রমিকেরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। মঙ্গলবার দুপুরে টানেলের বাইরে পৌঁছান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি।

Link copied!