ডিভোর্স চাওয়ায় ৮০ বছর বয়সী স্বামীকে গুলি ছুড়লেন ৬২ বছর বয়সী স্ত্রী। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে।
মার্কিন সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জন পাসকুয়ালেত্তো থাকেন প্রেসকোটে। মাস কয়েক আগে অবধি সেখানেই থাকতেন স্ত্রী ক্রিস্টিনা পাসকুয়ালেত্তোও। পরে গিলবার্টে চলে যান তিনি। প্রেসকোটে বাসায় একাই থাকতেন জন। ২০ সেপ্টেম্বর মাঝরাতে প্রেসকোটের বাড়িতে যান ক্রিস্টিনা। সে সময় জন দাম্পত্য জীবনে ইতি টানার কথা বলায় কলহে জড়িয়ে পড়েন ক্রিস্টিনা। তার মাঝেই ছুড়ে দেন কয়েক দফা গুলি।
পুলিশের ভাষ্য, বিচ্ছেদ নিয়ে কথা কাটাকাটির জেরে জনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ক্রিস্টিনা। তখনও বিছানায় শুয়ে ছিলেন জন। এরপর ৯১১-এ ফোন করে খবর দেওয়া হয়। ক্রিস্টিনাকে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’, জালিয়াতি, ডাকাতিসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করে গ্রেপ্তারও করা হয়।
ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ দেখতে পায়, জনের হাতের কবজিতে গুলি লেগেছে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে ফোয়েনিক্স এলাকার হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের ভাষ্য, জন তাদের বলেছেন তিনি ঘটনার আগে বাড়ির দরজার তালা পাল্টেছিলেন। তবে এর চাবি এবং অন্যান্য জিনিস এখন খুঁজে পাচ্ছেন না। জনের অভিযোগ, সপ্তাহখানেক আগে তাঁর চেক চুরি করেছেন ক্রিস্টিনা এবং ১০ হাজার ডলার মূল্যের একটি চেক জালিয়াতি করে নগদ অর্থ তুলে নিয়েছিলেন।