বেলুচিস্তানে চলন্ত ট্রেনে হামলা বেলুচ আর্মির, জিম্মি ৪৫০ যাত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২৫, ০৬:৪২ পিএম

বেলুচিস্তানে চলন্ত ট্রেনে হামলা বেলুচ আর্মির, জিম্মি ৪৫০ যাত্রী

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে একটি চলন্ত ট্রেনে গুলি করে অন্তত ৪৫০ যাত্রীকে জিম্মি করার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ হামলার দায় শিকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

মঙ্গলবার, ১১ মার্চ বিকেলে এএফপি ও ডয়চে ভেলের প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।

রেল কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা হয়েছিল জাফর এক্সপ্রেস ট্রেনটি। পথে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ট্রেনে হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী অঞ্চলে প্রথমে ট্রেনের চালককে আহত করে ট্রেনের নিয়ন্ত্রণ নেয় সন্ত্রাসীরা।

কোয়েটার সিনিয়র রেল কর্মকর্তা মুহাম্মদ কাশিফ এএফপিকে বলেন, ‘ট্রেনের অন্তত ৪৫০ যাত্রীকে জিম্মি করে রাখা হয়েছে।’

যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও আছে বলে জানান তিনি।

হামলার বিষয়ে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে লড়াই করা বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে বোমা হামলার মাধ্যমে রেললাইন ধ্বংস করে তারা ট্রেনে প্রবেশ করে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘কেউ জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।’  

Link copied!