কুকুর নিয়ে ফের বিড়ম্বনায় বাইডেন, এবার কামড়াল সিক্রেট সার্ভিস এজেন্টকে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৮:৫০ এএম

কুকুর নিয়ে ফের বিড়ম্বনায় বাইডেন, এবার কামড়াল সিক্রেট সার্ভিস এজেন্টকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পশুপ্রেমী হিসেবে আলাদা পরিচিতি রয়েছে। হোয়াইট হাউসেও তিনি কুকুরকে সঙ্গী করেছেন। তবে কুকুরকে নিয়ে মাঝে মাঝেই বিড়ম্বনায় পড়তে হয় বাইডেনকে। এর আগে চার মাসের মধ্যে সাতজন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়েছে সেই কুকুর। যার মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন।

আবারও নিজের প্রিয় পোষা কুকুর ‘কমান্ডার’কে নিয়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছেন বাইডেন। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এক সদস্যকে কামড়িয়েছে কমান্ডার। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

এ নিয়ে হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, সোমবার রাত ৮টার দিকে প্রেসিডেন্টের পোষা কুকুরের হামলার শিকার হন এক কর্মকর্তা। আহত ওই কর্মকর্তাকে হোয়াইট হাউসের ভেতরই চিকিৎসা দেওয়া হয়েছে।

২০২১ সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউসে আনেন বাইডেন। জার্মান শেফার্ড কুকুরটির বয়স প্রায় দুই বছর। বাইডেনের ভীষণ প্রিয় কমান্ডার। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত কয়েক মাসে অন্তত ১১ জনকে কামড়েছে কুকুরটি। এই পরিস্থিতিতে কমান্ডারের আচরণ সংশোধনে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাইডেন দম্পতি যখন হোয়াইট হাউসে বসতি গড়েন, তখন সঙ্গে এনেছিলেন পোষা কুকুর মেজর ও চ্যাম্পকে। কিন্তু কুকুর দুটি হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। হোয়াইট হাউসে এত এত মানুষ ও প্রটোকলের বেড়াজালে মেজরের তো মেজাজই বিগড়ে যায়। একদিন কামড়ে দেয় এক কর্মীকে।

মেজরকে নিয়ে বিপাকে পড়েন জো আর জিল বাইডেন। পরে কুকুর দুটিকে ডেলাওয়ারে বাইডেনের বাড়িতে পাঠানো হয়। ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের। পরে হোয়াইট হাউসে ফিরে আবারও একই আচরণ করে মেজর।

অন্যদিকে ২০২১ সালের জুনে মারা যান জো আর জিল বাইডেনের প্রিয় কুকুর চ্যাম্প। এরপর হোয়াইট হাউসে আনা হয় কমান্ডারকে।

Link copied!