ওয়াশিং মেশিনের ভেতর থেকে ২ কোটি ৫৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা) রুপি উদ্ধার করেছে ভারতের আর্থিক বিষয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইডি জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে এদিন দিল্লি, কলকাতা-সহ দেশের চারটি বড় শহরের বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে এই বিপুল পরিমাণ নগদ টাকা। চারটি বড় শহরের একাধিক সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে হিসাব বর্হিভূত এই টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
মোট ৪৭টি সংস্থার অফিসে এদিন তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের দাবি, একটি সংস্থার অফিসের টয়লেটের মধ্যে রাখা ওয়াশিং মেশিন থেকেও প্রচুর পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর নাম করে ভুয়া হিসাব দেখাতো ক্যাপ্রিকর্নিয়ান শিপিং কোম্পানি। এদিকে তল্লাশির সময় কোটি কোটি রুপি ছাড়াও প্রচুর নথিপত্র উদ্ধার করেছেন ইডির তদন্তকারীরা। এ ছাড়াও ৪৭টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে টাকা পাচার করা হতো।
জানা গেছে, ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের দায়িত্বে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী নামক দুই ব্যক্তি। এদিকে শুধু ক্যাপ্রিকর্নিয়ানই নয়, এর বেশ কিছু সহযোগী সংস্থার নামও ইডির তদন্তে উঠে এসেছে।