ভূমিকম্প ও আফটার শকের আতঙ্ক এখনো কাটছেই না মরক্কোবাসীর। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে এই ভয়াবহ ভূমিকম্পের। এর মধ্যে ২ হাজার ১০০ জনের বেশি মানুষের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ ছাড়া নারী, শিশুসহ কমপক্ষে ২ হাজার ৫৯ জন আহত হয়েছে।
এখনো প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বহু মানুষ। আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে প্রাণহানির সংখ্যা।
রয়টার্সের খবরে বলা হয়, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যাওয়ায় এখনো আকাশের নিচে রাত কাটছে অনেকের। খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে বিধ্বস্ত এলাকাগুলোয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে পর্যটন নগরী মারাকেশে ভূমিকম্পটি আঘাত হানে। এতে রাজধানী রাবাত এবং কাসাব্লাঙ্কাসহ আরও অনেক জায়গায় কম্পন অনুভূত হয়। এমনকি প্রতিবেশী আলজেরিয়াতেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে ৪৩ মাইল দূরবর্তী এবং মরক্কোর চতুর্থ বৃহত্তম শহর মারাকেশের ঐতিহাসিক বেশ কিছু ভবন গুঁড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, মরক্কোয় ১৯৬০ সালের ভূমিকম্পে অন্তত ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এরপর শুক্রবারে দেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি।
ভূমিকম্পের পরপরই গত শনিবার মরক্কো সরকার উদ্ধার ও তল্লাশি কার্যক্রম জোরদারের পাশাপাশি সুপেয় পানি সরবরাহ এবং খাদ্য, তাঁবু ও কম্বল দিতে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছিল।