তিনটি শর্ত মানলেই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৪, ১০:২১ পিএম

তিনটি শর্ত মানলেই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

তিনটি শর্তে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শর্তগুলো হলো- কিয়েভকে আরও ভূখণ্ড ছাড়তে রাজি থাকতে হবে, রাশিয়ার আরও অভ্যন্তরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার অভিপ্রায় ছাড়তে হবে।

শুক্রবার (১৪ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সামনে পুতিন এই শর্তে ইউক্রেন যুদ্ধ থামাবেন বলে জানান। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় বিশেষ সামরিক অভিযান শুরুর পর এবারই প্রথম পুতিন সরাসরি তার শর্তের কথা বললেন।

পুতিনের দাবি ইউক্রেনের সেনাদের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চল সম্পূর্ণরূপে ছাড়তে হবে। এগুলোকে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী রাশিয়ার অঞ্চল ঘোষণা করা হলেই যুদ্ধ শেষ করবে রাশিয়া।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সামনে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “যখনই কিয়েভ বলবে যে তারা সিদ্ধান্ত নিতে প্রস্তুত এবং এসব এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ও ন্যাটো জোটে যুক্ত হওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবে, তখনই রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে আলোচনা শুরু করবে।”

এছাড়া অনুষ্ঠানে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউরোপীয় ও যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সব প্রত্যাহারের দাবিও জানান পুতিন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ব্যাংক খাতে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া রুশ স্টক এক্সচেঞ্জ, চিপ ও প্রযুক্তি ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে পুতিনের এই শর্তের বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, “ইউক্রেন নিয়ে কোনো দাবি জানানোর মতো বা যে যুদ্ধ তিনি শুরু করেছেন সেটা আজই শেষ করার মতো অবস্থায় নেই পুতিন।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “পুতিন যে প্রস্তাব দিয়েছেন তা বিশ্বাসযোগ্য নয়। তার শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেলেও হামলা বন্ধ করবো না।”

চলতি সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতও জি-৭ সম্মেলনের মধ্যেই এই শর্ত সামনে আনলেন পুতিন। ওই সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি ও সংস্থা অংশগ্রহণ করেন। অবশ্য এতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

Link copied!