আগস্ট ১৮, ২০২৪, ১০:০৯ এএম
পাকিস্তানের বেলুচিস্তানের চাগাইয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আফগানিস্তানের পাঁচজন নাগরিকের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের দেহগুলো গুলিবিদ্ধ ছিল।
জানা গেছে, এই পাঁচজনই আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লসকর গাহ’র বাসিন্দা ছিলেন। তাদের পাঁচজনের লাশই কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকালে ইরানের সীমান্তবর্তী অঞ্চলে তাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, এই পাঁচজনকে অন্যত্র হত্যা করা হয়েছে। এরপর তাদের লাশ বেলুচিস্তানের চাগাইয়ের ডালবান্দিনে নিয়ে আসা হয়। হত্যার পর এসব লাশ কেন ডালবান্দিনে আনা হয় তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাশ ঝুলিয়ে রাখার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেলুচিস্তানের চাগাই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের শক্ত অবস্থান রয়েছে। তবে পুলিশ এখনও নিহতদের পরিচয় গণমাধ্যমে প্রকাশ করেনি। এ ছাড়া তাদের হত্যার বিষয়ে কোনও সশস্ত্র গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।
স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই পাঁচজনই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর চাকরিচ্যুত হন তারা।
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ৫ জন সাবেক সদস্যের লাশ পাওয়ার বিষয়টি আফগানিস্তানের বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন ছুড়ে দিয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর আগের সরকারে কাজ করা নিরাপত্তা বাহিনীর সব সদস্যের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময় তারা হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
সূত্র: খামা প্রেস