যৌন হেনস্তার শিকার পুরুষদের জন্য হটলাইন চালু

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৬:৫১ পিএম

যৌন হেনস্তার শিকার পুরুষদের জন্য হটলাইন চালু

বয়ব্যান্ড এজেন্সির প্রতিষ্ঠাতা জনি কিতাগাওয়া কয়েক দশক ধরে শত শত কিশোর ও তরুণকে যৌন নিপীড়ন করেনছবি: রয়টার্স

যৌন নিপীড়নের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু করছে জাপান সরকার। দেশটির এক মন্ত্রী গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি পুরুষদের ব্যান্ড দলের বৃহত্তম এজেন্সির যৌন কেলেঙ্কারির ঘটনা স্বীকার করে নেওয়ার পর এমন উদ্যোগ নিল সরকার।
মন্ত্রিপরিষদের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দেশটিতে যৌন নিপীড়নের শিকার পুরুষদের জন্য এ হটলাইন চালু হওয়ার কথা। আগামী তিন মাস এটি চালু থাকবে। নিপীড়নের শিকার কিশোর ও পুরুষেরা ফোন করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।

জাপানের শিশুনীতি প্রণয়নের দায়িত্বে থাকা মন্ত্রী আয়ুকো কাতো বলেন, ‘আমরা আশা করছি, নিপীড়নের শিকার পুরুষেরা এতে নিরাপদ বোধ করবেন এবং তাঁরা কোনো দ্বিধা ছাড়াই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।’

জাপানের বিখ্যাত বয়ব্যান্ড এজেন্সি জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস। চলতি মাসে প্রথমবারের মতো তারা স্বীকার করেছে, জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা জনি কিতাগাওয়া কয়েক দশক ধরে তরুণ কর্মীদের যৌন নিপীড়ন করেন। এরপর দেশটির সরকার এমন পদক্ষেপ নিল।

২০১৯ সালে ৮৭ বছর বয়সে কিতাগাওয়ার মৃত্যু হয়। তাঁর মাধ্যমেই এসএমএপি, টোকিও ও আরাশির মতো জনপ্রিয় মেগাগ্রুপ জে-পপ ব্যান্ডগুলো তৈরি হয়েছে। পুরো এশিয়াজুড়েই এসব ব্যান্ড দলের ভক্ত আছে।

টোকিওতে জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের কার্যালয়

টোকিওতে জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের কার্যালয়ছবি: রয়টার্স

গত মাসে এক তদন্তে জানা গেছে, ছয় দশকের ক্যারিয়ারে সংগীতশিল্পী হওয়ার আশায় তাঁর কাছে আসা শত শত কিশোর ও তরুণের ওপর কিতাগাওয়া যৌন নিপীড়ন চালিয়েছেন।

এ ঘটনা নিয়ে চলতি বছরের আগে খুব বেশি তদন্ত হয়নি। গত মার্চে বিবিসি এ–সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার করে। ভুক্তভোগী জে-পপ তারকাদের নিপীড়নের অভিজ্ঞতা প্রচারের পর নড়েচড়ে বসে জাপানের প্রশাসন।

কিতাগাওয়ার মৃত্যুর পর জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান হন তাঁর ভাগনি জুলি ফুজিশিমা। তবে জনদাবির মুখে চলতি মাসের শুরুতে তাঁকে পদত্যাগ করতে হয়। তাঁর মামার যৌন নিপীড়ন চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করার পর তিনি পদত্যাগ করেন। তাঁর স্থলাভিষিক্ত হন দেশটির সংগীত তারকা, অভিনেতা ও জনপ্রিয় গ্রুপ শোনেনতাইয়ের সদস্য নরিয়ুকি হিগাশিয়ামা।

জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান জুলি ফুজিশিমা চলতি মাসে পদত্যাগ করেছেন

জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান জুলি ফুজিশিমা চলতি মাসে পদত্যাগ করেছেনছবি: রয়টার্স

জাপান সরকার বলছে, হটলাইনটি যৌন নিপীড়নের শিকার পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও ২৪ ঘণ্টা চালু থাকবে। তবে মন্ত্রিপরিষদ কার্যালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, এই পরিষেবা নিতে পুরুষেরা সেভাবে আগ্রহী না–ও হতে পারেন। নতুন এ হটলাইন শিশুদের যৌন নিপীড়নের বিরুদ্ধে সরকারের ‘জরুরি পরিকল্পনার’ একটি অংশ বলে জানান তিনি।

সূত্র: এএফপি/প্রথম আলো

Link copied!