ইসরায়েলে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১, ২০২৪, ০৯:৪৬ পিএম

ইসরায়েলে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইরান। যেকোনা সময় এ হামলা চালানো হতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের একজন সিনিয়ন কর্মকর্তা এবিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন।  

হোয়াইট হাউসের কর্মকর্তা আরও বলেন, ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালালে তাকেও কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, ইরানের আসন্ন হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় আমরা সক্রিয়ভাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে সহায়তা করছি।

ইরানের সম্ভব্য হামলার ঝুঁকি হিসেবে ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

এদিকে ইসরায়েল বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাতে ঢুকে পড়েছে। ইসরায়েলি কর্মকর্তারা এনবিসি নিউজকে জানিয়েছে, দক্ষিণ লেবাননে প্রবেশ করা সৈন্যদের সংখ্যা একশ’র নিচে।

গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে সিরিয়া ইরানের কনস্যুলেট লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের দুইজন শীর্ষ কমান্ডার নিহত হয়। পরে তার প্রতিশোধ নিতে ইসরায়েলে ৩০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 

Link copied!