ছবি: সংগৃহীত
আমেরিকার কাছে ইরান কখনোই মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল রোববার একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি এমন অঙ্গীকার করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আমেরিকার সঙ্গে বর্তমান অচলাবস্থা ‘অমীমাংসিত’ এবং ওয়াশিংটনের নির্দেশ মানতে তেহরান কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না বলে জানিয়েছেন খামেনি। তিনি বলেন, ‘যারা আমাদের বলেন আমেরিকাবিরোধী স্লোগান না দিতে কিংবা সরাসরি দেশটির সঙ্গে আলোচনা করতে– তাঁরা কেবল বাহ্যিক বিষয়ই দেখেন। কিন্তু এটি অমীমাংসিত।’
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘আমেরিকা ইরানের আনুগত্য চায়। তবে তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াব আমরা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে বিরোধের মধ্যেই এমন মন্তব্য করেন খামেনি। গত জুনে ১২ দিনের সংঘাতে ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিত করে তেহরান।
গত শুক্রবার ইরান ও ইউরোপীয় প্রতিনিধিরা পূর্ণাঙ্গ আলোচনায় ফেরার চেষ্টা হিসেবে নতুন করে বৈঠকে বসতে সম্মত হয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের দীর্ঘদিন ধরে দফায় দফায় আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
অন্যদিকে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি সতর্ক করে জানিয়েছে, ইরান যদি আলোচনায় ফিরতে না চায়, তবে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে দেশটির বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে।