কসাই জিহাদের স্বীকারোক্তি

“৫ হাজার টাকার বিনিময়ে এমপি আনারকে ৮০ টুকরো করা হয়”

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৫, ২০২৪, ০৪:৪৭ এএম

“৫ হাজার টাকার বিনিময়ে এমপি আনারকে ৮০ টুকরো করা হয়”

আনোয়ারুল আজিম আনার

মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ৮০ টুকরো করেছেন কসাই জিহাদ।

গতকাল শুক্রবার গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে ১৪ দিনের স্থলে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তার।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করাতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ১৩ মে রাতে তিনি নিউ টাউনের একটি ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন তিনি। দুই দিন নিখোঁজ থাকার পর তার হত্যা সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এই ঘটনার তদন্তভার বর্তায় সিআইডির ওপর।

আরও পড়ুন: বাবার মাংসের টুকরোকেই জানাজা পড়াতে চাই: ডরিন

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশ থেকে তিনজন পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে জিহাদ ও সিয়াম দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জিহাদ কসাই। বাংলাদেশের বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পেশা সূত্রে দীর্ঘ দিন মুম্বাইয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন: বড় মডেল হতে গিয়ে শিলাস্তি রহমানের বেপরোয়া কাণ্ড

জিজ্ঞাসাবাদে কসাই জিহাদ জানান, বাংলাদেশি সংসদ সদস্যকে হত্যার জন্য তাদের সুপারি দেওয়া হয়েছিল। তাই মুম্বাই থেকে কলকাতায় এসে কাজ শেষের পর বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর ছক ছিল তাদের। তার মধ্যেই গ্রেপ্তার করা হয়। হত্যার পর সাংসদের দেহ খণ্ডবিখণ্ড করে ভাঙড়ে এলাকার একটি খালে ফেলা হয়েছে। সেই অনুযায়ী চলতি সপ্তাহের বৃহস্পতিবার রাত থেকে লাগাতার খাল তল্লাশি করা হলেও খণ্ডবিখণ্ড করে ফেলা দেহের একটি অংশও এখনও উদ্ধার করা যায়নি।

সূত্র: সংবাদ প্রতিদিন

Link copied!