পোল্যান্ডের প্রধানমন্ত্রীর শঙ্কা

ইউরোপে আবারও জ্বলতে পারে যুদ্ধের আগুন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৯, ২০২৪, ০৭:০৩ পিএম

ইউরোপে আবারও জ্বলতে পারে যুদ্ধের আগুন

ছবি: সংগৃহীত

গত দুই বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। আর গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে হামাস-ইসরায়েল যুদ্ধ। এই দুই যুদ্ধের ক্ষয়ক্ষতিতে নাকানিচুবানি খাচ্ছে পুরো বিশ্ব। এর মধ্যে আরও একটি যুদ্ধের আশঙ্কার কথা শোনা গেল পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের জবানে। তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া ও হামাস-ইসরায়েলের পর আরও একটি যুদ্ধ কড়া নাড়ছে ইউরোপের দরজায়। এই যুদ্ধ থেকে কেউই রেহাই পাবে না বলেও মন্তব্য করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।

অতি সম্প্রতি মস্কোতে সন্ত্রাসী হামলায় দুই শতাধিক বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে। এরপর থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যুদ্ধের আবহাওয়া পোল্যান্ডেও পৌঁছাচ্ছে। প্রতিমুহূর্তে ইউক্রেনের দিকে ছুড়ে দেওয়া রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করছে। আর এ অবস্থার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই সতর্কবার্তা দিলেন। খবর রয়টার্স, বিবিসির।

ডোনাল্ড টাস্ক বলেন, ‘ইউরোপ এখন যুদ্ধ-পূর্ববর্তী সময় পার করছে। ইউক্রেন যদি রাশিয়ার কাছে হেরে যায়, তবেই শুরু হবে এই যুদ্ধ। এই যুদ্ধে কোনো ইউরোপীয়ই নিরাপদে থাকতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে ভয় দেখাতে চাইছি না। কিন্তু যুদ্ধ যে হবে, এটা সবার ধারণা। দুই বছর আগে থেকেই কিন্তু এর তোড়জোর চলছে।’

গত এক সপ্তাহ ধরেই ইউক্রেনে ব্যাপক হামলা করছে রুশ বাহিনী। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রোববার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে ৫৭ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করে রুশ বাহিনী। এর মধ্যে রাশিয়া থেকে ইউক্রেনের দিকে ছুড়ে দেওয়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে।

এর আগে চলতি সপ্তাহের রোববার সকালে এলভিভ এলাকায় হামলা করে রাশিয়া। একই সময় ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা করা হয়। এর দুই দিন আগেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা করে দেশটি। এর রেশ কাটতে না কাটতেই এই হামলা।

Link copied!