হয়রানির শিকার হয়ে দুই বোনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২৩, ১১:০৪ পিএম

হয়রানির শিকার হয়ে দুই বোনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে হয়রানির শিকার হয়ে অপ্রাপ্তবয়স্ক দুই মেয়ে বিষপানে আত্মহনন করেছে। গত রবিবার এ ঘটনা ঘটেছে। তারা ছিলো আপন দুই বোন। এ ঘটনায় এক বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রাজস্থান পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশের কাছে অভিযোগ করে ভুক্তভোগী মেয়ে দুটির বাবা বলেন, তারা রাজস্থানের পিপাল খুঁট নামের একটি গ্রামের হোস্টেলে থেকে পড়াশোনা করত। সেখানে থাকাকালে তিনজন ছেলে তাদের হয়রানি করে।

ভারতের বাঁসওয়ারা শহরের পুলিশের আইজি এস পরিমল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা ঘানটালি থানা থেকে দুই অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিষপানের তথ্য পেয়েছি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে।’

এস পরিমল আরও বলেন, ‘তাদের স্বজনেরা বলেছেন, মেয়ে দুটি রাজস্থানের পিপাল খুঁট গ্রামের হোস্টেলে থেকে পড়াশোনা করত এবং তাদের একটি প্রাপ্তবয়স্ক ছেলে ও তার দুই বন্ধু মিলে হয়রানি করত। তাদের আটক করা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।’

বিজেপির রাজস্থান প্রধান এবং রাজ্যের বিরোধী দলের নেতা রাজেন্দ্র রাঠোর এ ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করেছে এবং বলেছেন, ঘটনাটি রাজ্যের আইন ও শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।  

 

Link copied!