ইরান কখন, কোথায় হামলা করবে তা জানতে পেরেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৪, ১০:২৫ পিএম

ইরান কখন, কোথায় হামলা করবে তা জানতে পেরেছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হামলার স্থান ও সময় সম্পর্কে জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে নিযুক্ত নিজেদের বাহিনীর সুরক্ষায় এরই মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার সময় ও স্থান সম্পর্কে জানেন, এমন এক ব্যক্তির কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ওই অঞ্চলে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানি নেতাদের আলোচনা সম্পর্কে জানেন- এমন একজনের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান।

এদিকে দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া যেকোনো অস্ত্র প্রতিহতের চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে কনস্যুলেটে হামলায় ইসরায়েলকে দায়ী করতে থাকে ইরান। দিতে থাকে একের পর এক হুঁশিয়ারি। অন্যদিকে ইসরায়েলও ছেড়ে কথা বলেনি। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন, ‘যারা আমাদের ক্ষতি করবে, আমরাও তাদের ওপর হামলা করবো।’ এরপর শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেহরান কর্তৃপক্ষকে এক শব্দে ‘ডোন্ট’ বলে সাবধান করে দিয়েছেন।

ইরানের ভয়ে ইসরায়েল
এদিকে ইরানের হামলার হুঁশিয়ারিতে ভয় পেয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি বলেন, ‘চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ইসরায়েল ভয়ে তটস্থ হয়ে পড়েছে।’

ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলিরা সম্পূর্ণ আতঙ্কে রয়েছে। তারা এখন পুরো সতর্ক অবস্থায় থাকছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা বলেন, ‘তারা জানে না ইরান কি করতে চায়, ফলে তারা ও তাদের সমর্থকেরা আতঙ্কে রয়েছে। তারা এতটাই আতঙ্কিত যে, তাদের অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছে না তারা।’

Link copied!