নিকারাগুয়া: আরও ১০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১১:৪৮ এএম

নিকারাগুয়া: আরও ১০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মানবাধিকার লঙ্ঘনসহ নানাবিধ কারণে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ওপর ভিসা-নিষেধাজ্ঞা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মধ্য আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন প্রশাসনের ওপর যুক্তরাষ্ট্র এই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নিকারাগুয়াস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আগস্ট থেকে প্রেসিডেন্ট ডানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো খেয়ালখুশিমতো এবং প্রমাণহীন অভিযোগে সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল আমেরিকান ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন বন্ধ করে দিয়ে তা নিয়ন্ত্রণে নিয়েছেন। দেশটিতে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ শিক্ষার জন্য সবচেয়ে বিখ্যাত। উপরন্তু নিকারাগুয়ানরা তাদের নিজেদের দেশে উন্নত ভবিষ্যত বিনির্মাণের যে আশা ও স্বপ্ন দেখেন, ওর্তেগা এবং মুরিলো নিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে তাতে বিঘ্ন সৃষ্টি করেছেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এখন পর্যন্ত আমরা নিকারাগুয়ার কমপক্ষে ১০০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছি। এর মধ্যে আছে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতরা, নিরপেক্ষ কণ্ঠস্বরের বিরুদ্ধে নিষ্পেষণ চালানো ব্যক্তিরা এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা।

উল্লেখ্য, এর আগে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা, ভাইস প্রেসিডেন্ট ও ওর্তেগার স্ত্রী রোসারিও মুরিলো, তাদের তিন সন্তান এবং সরকারি প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বেশ কয়েক জন কর্মকর্তার ওপর ভিসা বিধিনিষেধ জারি করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।  

Link copied!