শক্ত প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়ে সবে হয়েছেন প্রেসিডেন্ট। এর মধ্যেই পূর্ণ-মাত্রার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ায় পঞ্চমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাফ জানিয়েছেন, ‘সমসাময়িক বিশ্বে সবই সম্ভব।’
কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’ স্থানীয় সময় গতকাল রোববার (১৭ মার্চ) ভোরে নির্বাচনের ফলপ্রকাশের সংবাদ সম্মেলনে তারই জবাব দিয়েছেন পুতিন। খবর রয়টার্সের।
পুতিন বলেন, ‘সবার কাছেই বিষয়টা খুব স্পষ্ট। রাশিয়ার সঙ্গে ন্যাটো যদি সরাসরি যুদ্ধ শুরু করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে খুব বেশি দেরি নেই। তবে আমার মনে হয় কেউই চান না যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক ন্যাটো।’
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন ম্যাক্রোঁ। ন্যাটোর সদস্যভুক্ত ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তাব দিয়ে তিনি বলেছিলেন, ‘রাশিয়াকে আমাদের প্রতিপক্ষ হিসাবে দেখা উচিত। যদি ইউরোপে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে তার জন্য রাশিয়া দায়ী থাকবে না। কিন্তু আজ যদি আমরা ঠিক করে ফেলি যে আমরা কোনো জবাব দেবো না তবে তার মধ্য দিয়ে আমাদের পরাজয় মেনে নিতে হবে। যা আমি কোনোদিন চাই না।’