ভারতেই দেখতে পাবেন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি!

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৮, ২০২৪, ০৮:৩৮ এএম

স্ট্যাচু অব লিবার্টি দেখতে এখন সুদূর যুক্তরাষ্ট্রে যেতে হবে না। খোদ বাড়ির পাশে ভারতেই এর দেখা পাবেন আপনি। হ্যাঁ, ঠিকই পড়েছেন।

পাঞ্জাবের তারান এলাকায় স্ট্যাচু অব লিবার্টির দেখা পাওয়া যাবে। তবে প্রকৃত নয়, রেপ্লিকা। নির্মাণাধীন একটি ভবনের ওপর বিশ্বের এই সপ্তম আশ্চর্যের প্রতিরূপ বা রেপ্লিকা নির্মাণ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) যার ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, পাঞ্জাবের স্থানীয়রা স্ট্যাচু অব লিবার্টির প্রতিরূপ তৈরি করে নিউ ইয়র্ক সিটির একটি অংশ এলাকায় ফুটিয়ে তুলেছেন স্থানীয়রা।

ভারতের পাঞ্জাবে স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা। ছবি: সংগৃহীত

ইন্টারনেট জুড়ে এখন আলোচনার ঝড় তুলেছে এটি। এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী অলোক জৈনের শেয়ার করা ওই ভিডিওতে স্থানীয়দের বিল্ডিংয়ের ছাদে স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা স্থাপন করতে দেখা যায়। নির্মাণস্থলে থাকা একটি ক্রেনসহ ভিডিওতে পুরো ভবনটি দেখানো হয়েছে।

ভিডিওটি শেয়ার করে অলোক জৈন ক্যাপশন দেন, “পাঞ্জাবের কোনো এক এলাকায় তৃতীয় স্ট্যাচু অব লিবার্টি স্থাপন করা হয়েছে।”

শেয়ারের পর থেকে ভিডিওটি দেখেছেন ৩ লাখ ১৬ হাজারেরও বেশি দর্শক। এছাড়া এতে ২ হাজার ৩০০ লাইক পড়েছে এবং বেশ কয়েকজন মন্তব্য করেছেন।

সূত্র: এনডিটিভি

Link copied!