আম্বানি পরিবারের বিয়েতে আমন্ত্রিত জাকারবার্গও!

সাদিয়া ইসলাম সুপ্তি

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৯:৩৪ পিএম

আম্বানি পরিবারের বিয়েতে আমন্ত্রিত জাকারবার্গও!

সংগৃহীত ছবি

ইতিমধ্যেই চারিদিকে শোরগোল পড়ে গেছে যে, গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হবে তিন দিনের বিশাল উৎসব। যেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে নানা প্রাতিষ্ঠানিক এবং সাংস্কৃতিক তারকাদের সমাগম ঘটবে। এখন প্রশ্ন হলো কোন অনুষ্ঠান নিয়ে এত তোড়জোড় আয়োজন আর কারাই বা আসছেন অতিথি হিসেবে?  এই অপেক্ষারই অবসান ঘটানোর উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন। 

জুলাই মাসের ১২ তারিখে, মুম্বাই শহরের গাঁটছড়ায় বাঁধা পড়তে যাচ্ছেন ভারতীয় ধনকুবের একটি নামী পরিবার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানির ছেলে, অনন্ত আম্বানি, এবং তার দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্ট। তাদের বিয়ের উপলক্ষে এই উৎসব আয়োজিত যাচ্ছে। এ যেন এক রূপকথার রাজপুত্রের বিয়ের আয়োজনের মত ব্যবস্থা।

এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা যাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভারতীয় এবং আন্তর্জাতিক তারকা সমূহের সমাগম।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের প্রখ্যাত চারজন খান পরিবার, বচ্চন পরিবার, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না, মাধুরী দীক্ষিত, সাইফ আলী খানের পরিবার, অজয় দেবগন-কাজল দেবগন, রণবীর কাপুর-আলিয়া ভাট, রজনীকান্ত, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলসহ বিশেষ অতিথিরা।

এর পাশাপাশি খেলার জগতের বড় বড় তারকা যেমন শচীন টেন্ডুলকার, এম এস ধোনি, রোহিত শর্মা, কে এল রাহুলসহ বহু স্পোর্টসম্যানও অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। 

আম্বানি পরিবারের এই তিন দিনব্যাপী উৎসবে আরও থাকবেন দেশি-বিদেশি বড় বড় বিজনেস টাইকুনেরও নাম। টাটা গ্রুপের এন চন্দ্রশেখরন, কুমার মঙ্গলম বিড়লা ও তাঁর পরিবার, সপরিবার গৌতম আদানি, নন্দন নিলেকানি, সঞ্জীব গোয়েঙ্কাসহ তাবড় তাবড় ব্যবসায়ী আর শিল্পপতি। 

বিশ্বের প্রসিদ্ধ ব্যবসায়িক এবং ব্যক্তিত্ব যেমন- ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, ডিজনির সিইও বব ইগার। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজা-রানি এবং কাতারের প্রধানমন্ত্রী।

হলিউড পপ গায়িকা রিয়ানা প্রাক্‌-বিয়ের অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন । এর পাশাপাশি থাকবে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এবং ছোটদের জন্য থাকছে ম্যাজিশিয়ান ডেভিডের ব্লেনের ম্যাজিক শো।

সুতরাং, বিশ্বাস করা হচ্ছে, এই অবিস্মরণীয় উৎসবে একে অপরের সাথে মিলে এক বিশেষ মুহূর্ত আবির্ভাব করবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তার পরিবারের সদস্য।

Link copied!