ইরানের বিরুদ্ধে কোন অভিযোগ আনবে না যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০১:০৮ পিএম

ইরানের বিরুদ্ধে কোন অভিযোগ আনবে না যুক্তরাষ্ট্র

ভিয়েনায় শুরু হওয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডের বার্ষিক বৈঠকে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ কথা জানান।

নেড প্রাইস বলেন, আইএইএ‘র নির্বাহী বোর্ডের চলতি বৈঠকে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা আমাদের নেই।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) আইএইএ’র ৩৫ সদস্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বার্ষিক এ বৈঠক শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে এই বৈঠক চলতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোন প্রস্তাব না আনলেও উদ্বোধনী অধিবেশনেই সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। গ্রোসি এমন এক সময়ে এ অভিযোগ করলেন যখন ইরান তার তেহরান সফর, ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইএইএর পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে।

Link copied!