উইল না থাকলে অপুত্রক বাবার সম্পত্তির উত্তরাধিকারী মেয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ০২:২১ এএম

উইল না থাকলে অপুত্রক বাবার সম্পত্তির উত্তরাধিকারী মেয়ে

ভারতে অপুত্রক কোনো হিন্দু বাবা মৃত্যুর আগে ইচ্ছাপত্র বা উইল না করে গেলে তার মেয়ে সম্পত্তির উত্তরাধিকারে অগ্রাধিকার পাবেন বলে ঐতিহাসিক এক রায় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট।

এ সংক্রান্ত একটি আদেশ খারিজ করে বৃহস্পতিবার ভারতের শীর্ষ আদালত এ সিদ্ধন্ত দেয় বলে জানিয়েছে এনডিটিভি।

উইল করার আগে কোনও ব্যক্তির মৃত্যু হলে তার সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন- এ প্রশ্নে আদালত জানিয়েছে, তার সম্পত্তিতে ভাইয়ের সন্তানদের থেকে নিজের মেয়ের অধিকার বেশি থাকবে।

বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ বলেছে, “উইল তৈরি করার আগে কোনো হিন্দু পুরুষের মৃত্যু হলে তার সম্পত্তি (অর্জিত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) সব উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। কিন্তু মৃত ব্যক্তির মেয়ে তার অন্যান্য আত্মীয়দের (ভাইয়ের সন্তানদের) তুলনায় সম্পত্তির উত্তরাধিকারে অগ্রাধিকার পাবেন।”

আদালত জানিয়েছে, মৃত ব্যক্তি নিজে সম্পত্তি করে থাকলে তিনি যৌথ পরিবারে বসবাস করলেও তার সেই সম্পত্তিতে অধিকার পাবেন শুধু তার মেয়ে। অবশ্য ছেলে থাকলে সম্পত্তির বণ্টন কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি এই রায়ে।

Link copied!