এভারেস্টে উঠে বিশ্বরেকর্ড গড়লো ভারতের এক শিশুকন্যা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৩, ০৬:১৫ এএম

এভারেস্টে উঠে বিশ্বরেকর্ড গড়লো ভারতের এক শিশুকন্যা

মাউন্ট এভারেস্টে অভিযাত্রা সাহসী এক কাজ। সেই পর্বতের বেস ক্যাম্পে পৌঁছানো অনেক সুস্থ সবল মানুষের জন্য অসাধ্য এক কাজ। কারণ সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই স্থানে অক্সিজেনের স্বল্পতা তীব্র। এ ছাড়াও সব সময় মাইনাস তাপমাত্রা থাকে সেখানে। মাত্র ছয় বছর বয়সে সেখানে উঠে গেল ভারতের পুনের মেয়ে আরিস্কা লাদ্ধা। এ নিয়ে গোটা ভারতে এখন চলছে আরিস্কা বন্দনা। বন্দনা চলবেইবা না কেন? আরিস্কা যে সবচেয়ে কম বয়সী হিসেবে বেস ক্যাম্পে পৌঁছানোর বিশ্ব রেকর্ডও করে বসেছে!

Arishka

মা ডিম্পল লাব্ধার সাথে আরিস্কা। ছবি: সংগৃহীত

প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরিস্কার একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে লেখা হয়েছে: ‘‘ছয় বছরের আরিস্কা মাত্র ১৫ দিনে ১৭ হাজার ৫০০ ফুট ওপরে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছে। গায়ে ছয়-সাত লেয়ারের জামা পড়ে তার এই তার এই অসাধ্য যাত্রা শুরু হয়েছিল। এগিয়ে যাও মেয়ে।’’

জানা গেছে, এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতায় যাওয়ার পথে তার সঙ্গী ছিল তার মা ডিম্পল লাদ্ধা। ছোট্ট আরিষ্কা জানিয়েছে, তার এই যাত্রা পথে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তাদের মাইনাস ৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে দিয়ে যেতে হয়েছে এভারেস্টের বেস ক্যাম্পের পথে। এরপর ঠান্ডা থেকে বাঁচতে তাদের ৭-৮ লেয়ারে জামা-কাপড় পরতে হয়েছিল। তাদের ১৭ হাজার ৫০০ ফুটে চড়তে প্রায় ১৫ দিন সময় লেগেছে।

আরিষ্কার এই অভিজ্ঞতার ব্যাপারে তাকে জি়জ্ঞাসা করা হলে সে বলেছে, আমি খুব খুশি। খুব ঠাণ্ডা ছিল সেখানে। আমি এভারেস্ট সামিট ছুঁতে চাই।

Ariska Labda

মা ডিম্পল লাব্ধার সাথে আরিস্কা। ছবি: সংগৃহীত

তাঁর মা ডিম্পল জানিয়েছেন, তার মেয়ে ছোট থেকেই সাইকেলিং, ট্রেকিং,দৌঁডোনো ইত্যাদির সাথে যুক্ত। এটা তাঁরই পরিকল্পনা ছিল তাঁর মেয়েকে এভারেস্ট বেস ক্যাম্পে নিয়ে যাওয়ার। সে খুব কর্মঠ শিশু। বন্ধুদের সঙ্গে হাঁটতে এবং খেলতে ভালোবাসে সে। এমনকি এই বেস ক্যাম্পে পৌঁছেও প্রাণশক্তিতে উচ্ছল সে। তাকে আমি এই সুন্দর অনুভূতিটি দিতে চেয়েছিলাম, অন্যদের কাছে যা অকল্পনীয়। আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।

আরিষ্কার বাবা কৌস্তভ বলেন, আরিষ্কা ভারতকে গর্বিত করেছে। আমি সবসময় তার পাশে আছি।

arishka-laddha_21200

এভারেস্টের বেস ক্যাম্পের সামনে আরিস্কা। ছবি: সংগৃহীত

৩৪ বছর বয়সী ডিম্পল লাব্ধা একজন ম্যারাথন দৌঁড়বিদ। মেয়েকে নিয়ে গত ৮ এপ্রিল বেস ক্যাম্পের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছিলেন। জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই অনায়াসে ৭-৮ কিলোমিটার পথ হাঁটতে পারতো আরিস্কা। এ ছাড়া পুনের ছোট-বড় বিভিন্ন পাহাড়ে প্রায়ই হাইকিং করতে যায় সে।

উচ্ছ্বসিত ডিম্পল জানান, মেয়েকে সব ধরনের অভিজ্ঞতা দিতে চান তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!