বিদ্যুৎ সমস্যায় জর্জরিত ইউরোপের দেশ জার্মানিকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সমর্থনে এগিয়ে আসলে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তেল সরবরাহ অনেকাংশে কমিয়ে দেয় পুতিন সরকার।
মস্কোর ওপর থেকে যখন নিজেদের জ্বালানি নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে, ঠিক তখনই ইউক্রেন এই প্রস্তাব দিলো।
কাতারভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শামসাল জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে বলেছেন, ইউক্রেন যেহেতু বর্তমানে মলদোভা, রোমানিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ করে, তাই আমরা জার্মানিতেও বিদ্যুৎ রপ্তানি করতে ইচ্ছুক।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় পর্যাপ্ত বিদ্যুৎ আছে উল্লেখ করে ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, যদি ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেন জ্বালানি রপ্তানি করতে পারে তাহলে দুই পক্ষই লাভবান হবে৷ কারণ এতে ইইউ জ্বালানি পাবে অন্যদিকে ইউক্রেন বৈদেশিক মুদ্রা পাবে যা এখন ইউক্রেনের জরুরি প্রয়োজন৷”