ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৬:৫১ পিএম
রাশিয়ার সাথে সম্পর্ক ভাল রাখলে সবারই মঙ্গল হবে বলে জানিয়েছে সৌদি আরব। শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ মন্তব্য করেন।
ইউক্রেনে অভিযান শুরু হলে রাশিয়ার বিরুদ্ধে প্রায় এক জোট হয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশিরভাগই দেশে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর সরিজ অবরোধ আরোপ করেছে। এর ফলে তেল, গ্যাস ও জ্বালানিসহ বিভিন্ন খাতের আন্তর্জাতিক বাজার ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়েছে। এমনই পরিস্থিতির মধ্যে শনিবার রাশিয়ার পক্ষে কথা বললো যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে পরিচিত সৌদি আরব।
তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে সবারই মঙ্গল হবে জানিয়ে নিরাপত্তা সম্মেলনে সৌদি পররাষ্ট্র বলেন, “আমার দেশ যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি খুবই জটিল।”
ইরানের পরমাণু চুক্তি নিয়েও জিসিসির উদ্বেগের কথা জানান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।