টিকা না নিলে কর্মীদের চাকরিচ্যুত করবে গুগল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২১, ০৫:৫৩ পিএম

টিকা না নিলে কর্মীদের চাকরিচ্যুত করবে গুগল

করোনার টিকাবিধি নিয়ে কর্মীদের সঙ্গে কঠোর অবস্থানে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এরই মধ্যে তারা কর্মীদের বলেছে, টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য জমা দিতে। অন্যথায় বেতন হারানোর পাশাপাশি চাকরিও হারাতে হতে পারে।

গুগলের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সিএনবিসি সংবাদমাধ্যম প্রথম এ-সংক্রান্ত খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, গুগলের শীর্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির অভ্যন্তরে একটি মেমো প্রচার করেছে। এ মেমোয় বলা হয়েছে, গুগলের কর্মীদের ৩ ডিসেম্বরের মধ্যে তাদের টিকা গ্রহণসংক্রান্ত তথ্য ঘোষণা করতে হবে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মীদের টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে। সে জন্য টিকা গ্রহণসংক্রান্ত নথি (ডকুমেন্ট) আপলোড করতে হবে। আর কোনো কর্মী যদি চিকিৎসা বা ধর্মীয় কারণে টিকা গ্রহণ থেকে ছাড় চান, সে জন্য তাদের আবেদন করতে হবে।

গুগল বলেছে, নির্ধারিত তারিখের মধ্যে যেসব কর্মী তাদের টিকা গ্রহণসংক্রান্ত তথ্য-প্রমাণ আপলোড করবেন না কিংবা টিকা নিতে ব্যর্থ হবেন, তাদের সঙ্গে তারা প্রাতিষ্ঠানিক যোগাযোগ শুরু করবে। এ ছাড়া যেসব কর্মীর টিকা গ্রহণ থেকে অব্যাহতির অনুরোধ অনুমোদিত হবে না, তাদের সঙ্গেও যোগাযোগ করবে প্রতিষ্ঠান।

গুগলের যেসব কর্মী আগামী ১৮ জানুয়ারির মধ্যে টিকা গ্রহণসংক্রান্ত প্রাতিষ্ঠানিক নিয়ম মানতে ব্যর্থ হবেন, তাদের প্রথমে ৩০ দিনের জন্য বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। তারপর ছয় মাস পর্যন্ত তাদের বেতন ছাড়া ব্যক্তিগত ছুটিতে রাখা হবে। সবশেষে তাদের চাকরিচ্যুত করা হবে। 

Link copied!