জুলাই ২২, ২০২৩, ০৯:৫২ পিএম
ড্রোন হামলায় রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি জ্বালানি ডিপোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সাময়িক সময়ের জন্য ক্রিমিয়া সেতু বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
২২ জুলাই বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ক্রিমিয়ায় নিযুক্ত রুশপন্থি গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, জ্বালানি ডিপোতে বিস্ফোরণের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। কার্চ সেতুতে রেল চলাচল বন্ধ রয়েছে।
এর আগে শনিবার সকালের দিকে রুশ কর্তৃপক্ষ সেতুতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে আবারও খুলে দেওয়া হয়।
কয়েকদিন আগেই ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হন। সেতুর একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুমকি দিয়ে বলেছেন, ক্রিমিয়া ব্রিজ ইউক্রেনের বৈধ লক্ষ্য।