তালেবানের সাথে কাজ করতে চায় জাপান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২১, ০৫:৪২ পিএম

তালেবানের সাথে কাজ করতে চায় জাপান

আফগানিস্তানে তালেবানের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাপান। দেশটি থেকে বিদেশিদের সরিয়ে নেওয়া এবং মানবিক সহায়তা চালিয়ে নিতে এই আগ্রহ প্রকাশ করে জাপান। মঙ্গলবার (৩১ আগস্ট) জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতিগি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়েছে খুব শিঘ্রই দেশটিতে মানবিক সহায়তার প্রয়োজন পড়েবে। এছাড়াও দেশটতে এখনো অনেক মানুষ রয়ে গিয়েছে যারা আফগানিস্তান ত্যাগ করতে চায়। এমতাবস্থায় আফগানিস্তানে দীর্ঘমেয়াদে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে নিতে আমরা অন্যান্য দেশগুলোর সাথে একযোগে কাজ করবো’।

এদিকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন আফগানিস্তান থেকে অবশিষ্ট জাপানি নাগরিকদের বের করে আনা এখন আরো ঝুঁকির মুখে পড়ে গিয়েছে। এবং ইতোমধ্যে প্রায় ৫০০ আফগান নাগরিক দেশটি ত্যাগ করতে আমাদের সাহায্য চেয়েছেন।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা বুধবার (১ সেপ্টেম্বর) জানিয়েছে, ‘আফগানিস্তানে থাকা কোন জাপানি নাগরিক যদি আফগানিস্তান ত্যাগ করতে চায় তবে আমরা তাদের বের করে আনার জন্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সাথে কাজ করে তাদের বের করে আনবো’।

উল্লেখ্য, তালেবান ক্ষমতা দখলের পর জাপান তাদের আফগানিস্তান দূতাবাস বন্ধ ঘোষণা করে এবং তুরস্কে সরিয়ে নিয়ে যায়।

Link copied!