দেউলিয়া হওয়ার পথে আম্বানিরা, তাদের লাখো কোটি টাকার সম্পদ কিনছে হিন্দুজা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২৩, ০৪:৫০ এএম

দেউলিয়া হওয়ার পথে আম্বানিরা, তাদের লাখো কোটি টাকার সম্পদ কিনছে হিন্দুজা

ভারতের সফল বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানি। টেলিকম দুনিয়ায় তার নাম রয়েছে তালিকার উপরেই। মিডিয়ার পাতায় কারণে-অকারণে চর্চায় থাকতে দেখা যায় গোটা আম্বানি পরিবারকে। সম্প্রতি আবারো মিডিয়ার পাতায় নজর কেড়েছেন গোটা আম্বানি পরিবার। তবে এবার নিজেদের সাফল্যের সূত্র ধরে নয়। সম্প্রতি জানা গিয়েছে, আম্বানি পরিবার লোকসানের সম্মুখীন হয়েছেন।

জানা গেছে, সর্বশেষ আম্বানির মালিকানায় থাকা রিলায়েন্স ক্যাপিটাল নামের আর্থিক প্রতিষ্ঠানটিকেও হিন্দুজা গ্রুপ কিনে নিচ্ছে।

ডিএনএ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স ক্যাপিটালের ঋণদাতারা বর্তমানে হিন্দুজা ভাইদের দ্বারস্থ হয়েছেন কোম্পানিটি কিনে নেওয়ার জন্য। একসময় এই কোম্পানির মাধ্যমেই অতি ধনির কাতারে পা রেখেছিলেন আম্বানি ভাইয়েরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে রিলায়েন্স ক্যাপিটাল কিনতে এবং পুনরুজ্জীবিত করতে ৯ হাজার ৬৬১ কোটি টাকা বিড করেছে হিন্দুজা গ্রুপের ফার্ম—ইন্দুসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড (আইআইএইচএল)। আর রিলায়েন্স ক্যাপিটালের ৯৯ শতাংশ ঋণদাতাই এই দামে কোম্পানিটি হিন্দুজা গ্রুপের কাছে বিক্রি করে দিতে ভোট দিয়েছে। 

এ অবস্থায় বেচা-কেনাটি সম্পন্ন হলে হিন্দুজা গ্রুপ অনিল আম্বানির কোম্পানি অধিগ্রহণের পাশাপাশি, কোম্পানিটির কাছে থাকা নগদ ৫০০ কোটি রুপিও অধিগ্রহণ করবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইআইএইচএল গ্রুপ এবং রিলায়েন্স ক্যাপিটাল ঋণদাতাদের মধ্যে চুক্তির চূড়ান্ত আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। 

Link copied!