প্রিন্স ফিলিপকে নিয়ে ‘অতিরিক্ত’ কাভারেজ দেওয়ায় সমালোচিত বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৬, ২০২১, ০৯:৪৭ পিএম

প্রিন্স ফিলিপকে নিয়ে ‘অতিরিক্ত’ কাভারেজ দেওয়ায় সমালোচিত বিবিসি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে ‘অতিরিক্ত’ কাভারেজ দেওয়ায় দর্শক-শ্রোতার কাছে সমালোচিত হয়েছে যুক্তরাজ্যের শীর্ষ গণমাধ্যম বিবিসি।

প্রিন্স ফিলিপের মৃত্যুর কাভারেজ দেওয়ার জন্য বিবিসি তাদের নিয়মিত কিছু অনুষ্ঠান বাদ দেয়, এতে দর্শকেরা ক্ষুব্ধ হয়ে এ বিষয়ে অভিযোগ করেন তারা।

বাকিংহাম প্যালেস গত শুক্রবার ফিলিপের মৃত্যুর ঘোষণা দেওয়ার একটু পরেই বিবিসি তাদের বেতার ও টেলিভিশনের নিয়মিত কিছু অনুষ্ঠান বাদ দেয়। এ ছাড়া কাভারেজের সময় বের করতে অনেকগুলো অনুষ্ঠান প্রচার সারাদিনের জন্য বাতিল করে।

বিবিসির অভিযোগের ওয়েব পেজ জানায়, ‘প্রিন্স ফিলিপের মৃত্যুতে অনেক বেশি কাভারেজ দেওয়া হয়েছে এমন অভিযোগ আমরা পাচ্ছি।’

কিছু টুইটার ব্যবহারকারী বিবিসিকে সোভিয়েত-ধাঁচের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের মতো করে প্রোপাগান্ডা চালানোর জন্য সমালোচনা করেছেন। আবার অন্যরা বলেছেন, একটি বড় সংবাদ কাভার করার জন্য বিবিসিকে অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে।

এ বিষয়ে বিবিসির মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

দর্শকের সংখ্যা পরিমাপে দেখা যায়, যুক্তরাজ্যের তিনটি শীর্ষ টেলিভিশন চ্যানেল- বিবিসি, আইটিভি ও চ্যানেল ফোর শোকবার্তা ও প্রিন্স ফিলিপের জীবন নিয়ে অনুষ্ঠান প্রচার করায় শুক্রবার তাদের দর্শক হারিয়েছে।

যুক্তরাজ্যের সংবাদপত্রগুলোতেও ছিল প্রিন্স ফিলিপের খবরের প্রাধান্য।

সূত্র: রয়টার্স।

 

 

Link copied!