ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২২, ১২:১৪ পিএম

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন

ফিলিপাইনের সাবেক সামরিক প্রধান ও প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস রবিবার মারা গেছেন। তিনি কোরিয়া ও ভিয়েতনামে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন। রাজনৈতিক অঙ্গনেও সফল ছিলেন তিনি।

সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিদেল রামোস মাকাটি মেডিকেল সেন্টারে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও ডিমেনশিয়ায় ভুগছিলেন।

১৯৯২ খ্রিষ্টাব্দ থেকে ১৯৯৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন শাসন করেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ফিদেল রামোস দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। ১৯৮৬ খ্রিষ্টাব্দে ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থানে সহায়তা করায় তিনি ‘‘হিরো’’ হিসেবে আবির্ভূত হন।

পরবর্তী জীবনে 'নেভানো চুরুট' হাতে নিয়ে ছবি তোলার জন্য খ্যাতি অর্জনকারী রামোস ১৯৯২ সালে পিপল পার্টি দলের নেতা কোরাজন আকুইনোকে পরাজিত করে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। রামোসের আমকে শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য স্মরণ করা হয়।

Link copied!