জানুয়ারি ২৮, ২০২২, ১০:৫১ এএম
পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে হামলায় ১০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, গত ২৫-২৬ জানুয়ারি রাতে দুর্বৃত্তদের 'ফায়ার রেইড' হয়। তীব্র গুলি বিনিময়ের সময় দুর্বৃত্তদের একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এসময় ১০ জন সেনা সদস্য নিহত হন।
এতে আরও বলা হয়, ফলো-আপ ক্লিয়ারেন্স অভিযানে তিন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শুরুর দিকে বান্নুর জনিখেলের একটি সামরিক চৌকিতে হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক সেনা সদস্য নিহত হন। গত ৫ জানুয়ারি খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত দুটি পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) ২ সেনা নিহত হন। গত মাসে, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার মীর আলি এলাকায় একটি আইবিও চলাকালীন দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ের সময় পাকিস্তান সেনাবাহিনীর ৪ সেনা নিহত হন।