বৈরুতে ব্যাপক গোলাগুলি: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৫, ২০২১, ১২:১৩ এএম

বৈরুতে ব্যাপক গোলাগুলি: নিহত ৬

লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত আরো ৩০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বৈরুতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

২০২০ সালে লেবাননের রাজধানী ও বন্দর নগরী বৈরুতে রাসায়নিক বিস্ফোরণের ঘটনা তদন্তে নিযুক্ত প্রধান তদন্তকারী বিচারপতির অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টস বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এই বিক্ষোভ মিছিলে তারা পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিচারপতি তারেক বিতারের অপসারণ দাবী করে। পরে শত শত বিক্ষোভকারীর ওই মিছিলে বন্দুকধারীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। পরে দেশটির সেনাবাহিনী দ্রুতই ঘটনাস্থল ঘেরাও করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সমর্থকরা খ্রিস্টান ও শিয়া মুসলিম অধ্যুষিত আইন আল-রেমানেহ এলাকা দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টিভি বলছে, গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত বেশ কয়েকজনকে বৈরুতের দক্ষিণে শিয়া মালিকানাধীন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে কারণে হতাহতের শিকার সবাই শিয়াপন্থী বলে ধারণা করা হচ্ছে। 

গত বছরের আগস্টে বৈরুতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ওই বিস্ফোরণের পর দেশটির ক্ষমতাসীন সরকারের পতন ঘটে এবং ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপড়েনের মুখে পড়ে লেবানন।

Link copied!