বৈশ্বিক বাজারে ৬ মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ১০:৫০ পিএম

বৈশ্বিক বাজারে ৬ মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে

দেশেরে বাজারে জ্বালানি তেলের মূল্য বড়লেও আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রতিনিয়ত কমছে। গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের এই অবস্থা বিরাজ করছে। শনিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯০ ডলারেরও নিচে নেমে এসেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যা সর্বনিম্ন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতন বিষয়ক ওয়েবসাইট অয়েল প্রাইস ডটকমের তথ্য অনুসারে, আন্তর্জাতিক বাজারে পাওয়া দুই ধরনের অপরিশোধিত তেলের দামই নিচের দিকে যাচ্ছে।বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮৮ ডলার ৫৪ সেন্টে বিক্রি হয়েছে। অন্যদিকে, ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৯৪ ডলার ১২ সেন্টে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব পড়ছে জ্বালানি তেলের দামের ওপর। বিশ্বজুড়ে ফের করোনার বিস্তার বৃদ্ধি পাওয়ার কারণে তেলের চাহিদা হ্রাস পেতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, চীন বিশ্বের সবথেকে বড় তেল আমদানিকারক দেশ হিসেবে পরিচিত। তবে  এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির এই দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম হ্রাস পাওয়ায় তেল আমদানি কমিয়ে দিয়েছে। এটিও বিশ্ব বাজারে তেলের মূল্য হ্রাসের কারণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে এক পর্যায়ে ব্যারেল প্রতি ১৩৯ ডলারে উঠেছিলো। বেশ কিছুদিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ১১০ থেকে ১১৫ ডলারের মধ্যে ওঠানামা করছিলো। তবে বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অল্প অল্প করে কমছিল। এবার সেটি প্রায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পূর্ববর্তী সময়ের কাছাকাছি নেমে এসেছে বলেও প্রতিবেদনে বলা হয়।

Link copied!