বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের ১০০ দিন পূর্ণ হওয়ায়, দিল্লির সীমানার কুন্দলি-মানেসর-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়ে অবরোধ করে কর্মসূচী পালন করেন দেশটির আন্দোলনরত কৃষকেরা। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবরোধ চলে।
সকালে কুন্দলি সীমানা থেকে আন্দোলনের পতাকা ও কালো পতাকা হাতে মিছিল শুরু করেন কৃষকরা। মিছিলে অনেক কৃষক ট্র্যাক্টর নিয়ে হাজির হয়েছিলেন। তারা রাস্তায় ট্র্যাক্টর দাড় করিয়ে, কালো পতাকা দেখিয়ে আন্দোলনের ১০০ দিন পালন করেন।
এরপর সংযুক্ত কিসান মোর্চার নেতারা আবারও ঘোষণা দেন, যতক্ষণ না এই তিনটি আইন বাতিল করা হচ্ছে, ততক্ষণ তারা দিল্লির সীমানা ছেড়ে কোথাও যাবেন না।
দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল, রাস্তা অবরোধের কর্মসূচি ঘিরে যাতে কোনও গোলমাল না হয়, তার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকবে। পালওয়ালের পুলিশ কর্মকর্তা বিজয়পাল জানান, ‘কেউ আইন ভাঙলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: এনডিটিভি।