ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২১, ১২:১০ পিএম

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল তালেবান

আফগানিস্তান দখলে নেওয়ার পর  প্রথমেই প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে তালেবান প্রশাসন। ফেডারেশনঅব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের(এফআইইও)বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত দু’টি বাণিজ্যিক টার্মিনালও বন্ধ করে দিয়েছে তালেবান। পাকিস্তানের দিকে পণ্য পরিবহনে তালেবান বাধা দিচ্ছে বলে দাবি ভারতীয় রফতানিকারক সংস্থাগুলোর।

এফআইইও এর ডিরেক্টর জেনারেল ড. অজয় সহাইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রবিবার (১৫ আগস্ট) আফগানিস্তান দখলের পর ভারতের সঙ্গে সমস্ত আমদানি-রফতানি বন্ধ করে দেয় তালেবান। পাকিস্তানের মধ্য দিয়ে সকল ট্রানজিট রুটে পণ্য পরিবহন তালেবান বন্ধ করে দিয়েছে। ফলে আমদানি বন্ধ হয়ে গেছে।

অজয় সহাই জানান, আমরা আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে পণ্য আমদানি হয় পাকিস্তানের মধ্য দিয়ে ট্রানজিট রুটে। তালেবান পাকিস্তানের দিকে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাণিজ্যসহ বিভিন্ন খাতে ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আফগানিস্তানে ভারতের বিনিয়োগের পরিমাণও অনেক।

আফগানিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার দেশ হচ্ছে ভারত । চলতি বছর এখন পর্যন্ত আফগানিস্তানে ভারতের রফতানির পরিমাণ প্রায় ৮৩৫ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশটি থেকে ভারতের আমদানির পরিমাণ প্রায় ৫১০ মিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্যিক সম্পর্কের বাইরেও আফগানিস্তানে ভারতের বিপুল অংকের বিনিয়োগ রয়েছে। যার পরিমাণ প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও, আফগানিস্তানে বর্তমানে ভারতের প্রায় ৪০০টি প্রকল্প রয়েছে।
ভারত থেকে ওষুধ, তৈরি পোশাক, চা, কফি, মশলা, ট্রান্সমিশন টাওয়ারের মতো পণ্য আমদানি করে  আফগানিস্তান

সূত্র : মিন্ট ও টাইমস অব ইন্ডিয়া

Link copied!