ভাড়াটে যোদ্ধা হওয়ার অভিযোগে ইউক্রেনে ৩ বিদেশীর মৃত্যুদন্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২২, ১০:৫৪ পিএম

ভাড়াটে যোদ্ধা হওয়ার অভিযোগে ইউক্রেনে ৩ বিদেশীর মৃত্যুদন্ড
ইউক্রেনে রুশ বাহিনীর হাতে আটক ২ জন ব্রিটিশ এবং ১ জন মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে রুশ সমর্থকদের একটি আদালত। ইউক্রেনের দোনেৎস্কে রুশপন্থীদের দ্বারা পরিচালিত একটি আদালতে এ বিচারকাজ পরিচালিত হয়।
 
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন-ব্রিটেনের নটিংহামশায়ারের বাসিন্দা ২৮ বছরের এইডেন আসলিন, বেডফোর্ডশায়ারের বাসিন্দা ৪৮ বছর বয়স্ক শন পিনার এবং মরক্কোর নাগরিক সাউদুন ব্রাহিম। আদালতটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এটি কার্যত রাশিয়ার অনুগত একটি আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করার অভিযোগ আনা হয়। যদিও দুই ব্রিটিশ ব্যক্তির পরিবার বলেছে, তারা ইউক্রেনের সামরিক বাহিনীতে কাজ করতেন। ২০১৮ সাল থেকে তারা ইউক্রেনে বসবাস করছেন।
 
 
Link copied!