ভ্রমণ পিপাসুদের জন্য খুলছে মালয়েশিয়ার পর্যটনকেন্দ্র

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ১০:১৭ পিএম

ভ্রমণ পিপাসুদের জন্য খুলছে মালয়েশিয়ার পর্যটনকেন্দ্র

ভ্রমণ পিপাসুদের জন্য দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে মালয়েশিয়া। প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি পর্যটকের জন্য খুলে দিয়েছে লংকাউই দ্বীপমালার পর্যটন কেন্দ্র। স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর দেশটির বিধ্বস্ত অর্থনীতি সচল করতে আগামী ১৫ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে লংকাউই দ্বীপমালার সব পর্যটন খাত পরীক্ষামূলকভাবে ৩ মাসের জন্য বিদেশি ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

দেশটির প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় প্রবেশের অনুমতিপ্রাপ্ত দেশগুলির তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে।

তবে দেশটিতে ভ্রমণ করতে হলে বিমানবন্দরে পৌঁছার পর দুই ডোজ টিকাধারীকে বাধ্যতামূলকভাবে ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৮ বছরের কম বয়সী শিশুদের অবশ্যই পিতামাতা বা অভিভাবক যারা সম্পূর্ণটিকা গ্রহণ করেছেন তাদের সাথে আসতে হবে। িএকইসাথে ৭২ ঘন্টার কোভিড-১৯ পিসিআর টেস্ট সার্টিফিকেটসহ চিকিৎসা বীমা থাকতে হবে এবং হোটেল কোয়ারেন্টাইনের জন্য অগ্রিম অর্থ প্রদান করতে হবে।

এর আগে দেশটির প্রাপ্তবয়স্ক ৯০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা প্রদানকারীদের জন্য খুলে দেয়া হয়েছিলো দেশটির আন্তঃরাজ্য ভ্রমণ।

Link copied!