মালয়েশিয়ায় সরকার গঠনে অচলাবস্থা, সুলতানদের ডাকলেন রাজা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২২, ০৪:৩১ এএম

মালয়েশিয়ায় সরকার গঠনে অচলাবস্থা, সুলতানদের ডাকলেন রাজা

মালয়েশিয়ার সরকার গঠন নিয়ে অচলাবস্থা চলছে। মালয়েশিয়ার রাজা আল–সুলতান আবদুল্লাহ বলছেন, তিনি পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবেন। এই সংকটাবস্থা থেকে উত্তরণে দেশটির রাষ্ট্রপ্রধান ও রাজা  আল সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ মালয়েশিয়ার সুলতানদের সংস্থা ‘কাউন্সিলস অব রুলার্স’র বৈঠক ডেকেছেন।

প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন সরকার গঠন নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার এই বৈঠক হবে।

“মালয় রাজ্যগুলোর শাসকদের এই পরিষদের বৈঠকের উদ্দেশ্য হল, তাদের চিন্তাভাবনা সম্পর্কে ধারণা পাওয়া, যাতে রাজা দেশ ও জনগণের কল্যাণের জন্য একটি সিদ্ধান্ত নিতে পারেন,” বলা হয়েছে বিবৃতিতে।

মালয়েশিয়ার মোট প্রদেশের সংখ্যা ৯ টি। সংবিধান অনুযায়ী, প্রতিটি প্রদেশের প্রাদেশিক প্রধানের পদবী সুলতান। এই সুলতানরা সবাই রাজপরিবারের সদস্য।

গত শনিবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয় পায়। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পেয়েছে ৭৩ আসন। কোনো দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেনি। সরকার গঠনে ১১২ আসন নিশ্চিত করতে হবে।

অচলাবস্থা কাটাতে রাজার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী দুই দলকে ঐক্য সরকার গঠনের পরামর্শ দেওয়া হয়। তবে মুহিউদ্দিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কাজ করতে চান না। মুহিউদ্দিন মালয় মুসলিম রক্ষণশীল জোটের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে আনোয়ার ইব্রাহিম বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে তৈরি একটি প্রগতিশীল জোটের নেতৃত্ব দিচ্ছেন।

Link copied!