মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে জান্তাবিরোধী বিক্ষোভে নিহত হওয়া একজনের শেষকৃত্য অনুষ্ঠানেও গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার (২৮ মার্চ) থায়ে মং মং নামের ওই তরুণ (২০) বিক্ষোভকারীর শেষকৃত্য চলার সময় ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভে নামে মুক্তিকামী জনতা। বিক্ষোভকারীরা সু চি’র মুক্তি ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।
বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪০০ জনের কাছাকাছি। শনিবার (২৬ মার্চ) মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস ছিল। এদিন বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১৪ জন নিহত হয়। এদেরই একজন থায়ে মং মং।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিন প্রত্যক্ষদর্শী জানান, রবিবার ইয়াঙ্গুনের কাছে বাগো শহরে মং মংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলছিলো। সেখানে এসেও গুলি চালিয়েছে পুলিশ।
শেষকৃত্যে যোগ দেওয়া আয়ে নামের এক নারী বলেন “যখন আমরা তার (নিহত) জন্য বিপ্লবের গান গাইছিলাম, তখনই নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে আমাদের দিকে গুলি ছুড়তে থাকে। গুলির মুখে আমরাসহ সেখানে থাকা সবাই পালিয়ে যায়।’
এদিকে রবিবার তিন বিক্ষোভকারী নিহত ও সোমবার ( ২৮ মার্চ) বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিক্ষোভকারী নিহত হওয়ার পরও মঙ্গলবার বিক্ষোভে নেমেছে জান্তা বিরোধীরা।
সূত্র: রয়টার্স।