ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন ইলন মাস্ক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২২, ০১:০৮ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন ইলন মাস্ক

টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার পর এবার ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন বলে ঘোষণা দিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক।

মাস্কের এমন ইচ্ছা প্রকাশে ম্যান ইউ ভক্তরা খুশিই হবে বলা চলে। কেননা সম্প্রতি তাদের এবারের প্রিমিয়ার লিগের শুরুটা হয়েছে টানা দুই হার দিয়ে। ক্লাবের মালিকানা পরিবর্তন হলে হয়তো তাদের ভাগ্যের পরিবর্তন হবে।

কিন্তু টেসলার স্বত্বাধিকারী মাস্ক ম্যানচেস্টার ইউনাইটেডকে সুরক্ষিত করার জন্য একটি চুক্তি করার পরিকল্পনা করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। কেননা আজ (বুধবার) তিনি ম্যান ইউ কেনার বিষয়টি টুইট করে জানিয়েছেন কোন প্রকার বিস্তারিত বিবরণ না দিয়েই।

মাস্ক টুইট বার্তায় বলেন "আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি আপনাদের স্বাগত জানাচ্ছি"।

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে মার্কিন গ্লেজার পরিবারের অধীনে। গত বছর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছিল, গ্লেজার পরিবার ৪ বিলিয়ন পাউন্ড পেলে ক্লাবটি বিক্রি করে দিতে রাজি। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল তারা। তবে ইলন মাস্কের টুইটের বিষয়ে গ্লেজার পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

Link copied!