সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:৫৫ পিএম
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী নদী রিও গ্রান্দের ওপর নির্মিত সেতুর নিচে দশ হাজারেরও বেশি অভিবাসী ভিড় করেছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্যের ডেল রিও শহরের মেয়র ব্রুনো লোজানো জানান, গত বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিবাসীর সংখ্যা ছিল দশ হাজারের ওপরে।
অভিবাসীদের অধিকাংশ হাইতির নাগরিক। হাইতির রাজনৈতিক সংকট ও ভূমিকম্পের কারণে নাগরিকরা দেশত্যাগ করতে চাইছেন। অভিবাসী মানুষের দেখে ডেল রিও শহরে শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
এদিকে, সীমান্তে অভিবাসী স্রোতের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেন কোনো মন্তব্য করেননি। হোয়াইট হাউসও কোনো অবস্থানের কথা জানাননি। যদিও মার্কিন নির্বাচনের প্রচারের সময় বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের তুলানায় প্রগতিশীল অভিবাসন নীতি নেবেনে তিনি। টেক্সাসেরর এ পরিস্থিতিতে রিপাবলিকানরা বাইডেনের কড়া সমালোচানা করেছেন।
অন্যদিকে, ডেমোক্রেটরা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্তা নেওয়ার দাবি করেছেন। টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ অভিযোগ করেছেন, অভিবাসীদের হাইতিতে পাঠিয়ে দেওয়া ফ্লাইট বাইডেন প্রশাসন বাতিল করেছে।
সূত্র: সিএনএন, টেক্সাস ট্রিবিউন।