যেকারণে হরমুজ প্রণালীতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৫, ২০২৩, ০৪:২৭ পিএম

যেকারণে হরমুজ প্রণালীতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ইরানি অবরোধ থেকে নিজেদের জাহাজগুলোকে রক্ষার জন্য হরমুজ প্রণালী এলাকায় অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনো জাহাজ আটক করতে না পারে সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন এক সিনিয়র কর্মকর্তা।

স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালীর কাছে দুটি তেল ট্যাঙ্কার আটক করার চেষ্টা করার পর ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ড বেড়েছে। এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের একটি জাহাজের সাথে ধাক্কা লাগার পর আদালতের নির্দেশে যুক্তরাষ্ট্রের একটি ট্যাঙ্কার আটক করা হয়। এঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকে। সবশেষ উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিমানের ঘোষণা দিলো বাইডেন প্রশাসন।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ-ট্যাঙ্কার আটক করে থাকে ইরান। 

Link copied!