রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন দুতার্তে

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২১, ০১:২৬ এএম

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার চলতি মেয়াদ শেষ হওয়ার পর রাজনীতি থেকে সম্পূর্ণ অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে জানোনো হয়েছে, দুতার্তে জানান, ‘জনগণের আবেগ এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে আগামী বছর অনুষ্ঠিতব্য ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।’

এর আগে সংবিধান অনুযায়ী ফিলিপাইনের প্রেসিডেন্টের এক মেয়াদ ৬ বছর হওয়ায় দুতার্তে আগামী নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়াই ঘোষণা দেন। বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন তারা সুপ্রিমকোর্টে দুতার্তের ভাইস প্রেসিডেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দাভোসের মেয়র কন্যা দুতার্তে ক্যাপ্রিও’র জন্য ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্সির পথ সুগম করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স।

Link copied!