শাওমি’র বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৪, ২০২১, ০৬:৩৮ পিএম

শাওমি’র বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের নিষেধাজ্ঞার ফলে শাওমিতে আমেরিকার জনগণের বিনিয়োগ বন্ধ করা হয়েছিল।

হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার মাত্র ছয় দিন আগে ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ অব্যাহত রাখতে একাধিক ঘোষণা দেয়। চীনা শাওমি, সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে লক্ষ্য করে এসব ঘোষণা দেওয়া হয়।

পেন্টাগন কর্তৃক কমিউনিস্ট চীনা সামরিক কোম্পানি হিসেবে আখ্যায়িত ৯টি কোম্পানির একটি হলো শাওমি। কিন্তু  শুক্রবার ওয়াশিংটনে মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক রুডলফ কন্ট্রেরাস বলেছেন, প্রতিরক্ষা দফতর ও অর্থ মন্ত্রণালয় এই মামলাটি জাতীয় নিরাপত্তার স্বার্থে করেছে বলে প্রতীয়মান হয়নি।

বিচারক নিষিদ্ধ তালিকা থেকে শাওমিকে বাদ দিতে নির্দেশ দেন এবং কোম্পানিটির সিকিউরিটি কিনতে মার্কিন বিনিয়োগকারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।

 

 

Link copied!