সেনা সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে আল্টিমেটাম দিল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৩, ২০২১, ১১:৩২ পিএম

সেনা সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে আল্টিমেটাম দিল তালেবান

আফগানিস্তান থেকে বিদেশি সেনাসহ আফগানদের সরিয়ে নিতে বেঁধে দেওয়া সময়সীমা ৩১ আগস্টের পর আর বাড়ানো হবে না। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ৩১ আগেস্টের পরও আফগানিস্তানে সেনা অবস্থানের কথা জানালে তার প্রতিক্রিয়ায় তালেবান এ প্রত্যয় ব্যক্ত করে।  

কাতারের দোহায় তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বিবিসিকে বলেন, ৩১ আগস্টই ডেড লাইন। এর পর সেনা প্রত্যাহারের সময়সীমা আর বাড়ানো হবে না। তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেডলাইনের পরও আফগানিস্তানে সেনা অবস্থানের কথা বলেছেন। এই অবস্থানের মানে হচ্ছে আফগানিস্তানে বিদেশী দখলদারিত্বের মেয়াদ বাড়ানো। এমনটি করা হলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন।

এদিকে তালেবানের কাছে প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর আবেদন করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার (২৪ আগস্ট) এ বিষয়ে আলোচনার জন্য জি-৭ জোটের নেতাদের বৈঠক করতে চাইছেন বলে জানা গেছে।

এর আগে গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বহু আফগান দেশ ছাড়তে চাচ্ছেন। এজন্য যতই দিন যাচ্ছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানদের ভিড় বাড়ছে। এদের বেশিরভাগই টানা দুই দশকের যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা আফগান এবং তাদের পরিবারের সদস্য।

সূত্র:আল জাজিরা

Link copied!